প্রকাশ: ২০১৯-০৭-১৯ ১৭:৫৮:২২ || আপডেট: ২০১৯-০৭-১৯ ১৭:৫৮:২২
জগৎ দাশ বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গাড ব্যাটালিয়ন ২৭ বিজিবির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১৮ জুলাই) কেঁক কাটার মাধ্যমে ব্যাটালিয়ন সদর দপ্তরে দিনব্যাপি নানা আয়োজনে স্থানিয় সুধিজনের উপস্থিথিতে অত্র ব্যাটালিয়নের সকল সদস্য সহ বিজিবি,সেনাবাহিনীর উপরস্ত কর্মকর্তাগন এই সময় উপস্থিত ছিলেন।অনুষ্টান শেষে আমন্ত্রীত অথিতিদের নিয়ে এক প্রিতিভোজের আয়োজন করা হয়।এছাড়া ও আমন্ত্রীত অথিদের সৌজন্য সন্ধ্যায় এক সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্টান উপভোগের আয়োজন করা হয় অত্র ব্যাটালিয়ন সদর দপ্তরে।
ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসমম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান এসজিপিএ,এফডব্লিউসি,পিএসসি,রিজিয়ন কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ এমপিপি,পিবিজিএস,পিএসসি সেক্টর কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন, লেঃকর্নেল মাহাবুবুল ইসলাম (পদাতিক) অধিনায়ক ২৭ বিজিবি মারিশ্যা,লেঃকর্ণেল মহিউদ্দিন আহম্মদ এসি অধিনায়ক ৭ বিজিবি, মেজর জিএস রাশিদুল হাসান উপ অধিনায়ক ২৭ বিজিবি ও ক্যাপ্টেন আল-আমিন হাওলাদার মেডিকেল অফিসার ২৭ বিজিবি প্রমূখ।