প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১৭:৩১:৩২ || আপডেট: ২০১৯-০৭-১৫ ১৭:৩১:৩২
এস এম তৌহিদুল আলম, হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ লবণ জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াই টার দিকে হাটহাজারী পৌর এলাকার আব্বাছিয়া পুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী অফিসার ইউএনও রুহুল আমিন।
জানা যায়, ব্যাক্তিগত ইনবক্সে দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ৫০ কেজি লবণ জব্দ করা হয়। তারা মেয়াদোত্তীর্ণ লবণের গায়ে নতুন মেয়াদ লাগিয়ে বিক্রি করছিল। তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে একজন সচেতন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ৫০ কেজি লবণ জব্দ করি।দেখা যায় তারা মেয়াদোত্তীর্ণ লবনের গায়ে নতুন মেয়াদ লাগিয়ে বিক্রি করছিল। এ অপরাধে তিন দোকানের প্রত্যেক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।