প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১৭:০৫:০৯ || আপডেট: ২০১৯-০৭-১৫ ১৭:০৫:০৯
এস এম তৌহিদুল আলম, হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ দীর্ঘ একমাস বন্ধ থাকা বিদ্যু মিটারে ৯০ইউনিট বিদ্যুৎ ব্যবহারের একটি চিত্র দেখা যায়। চলতি মাসের ০৪/০৭/১৯ইং তারিখে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হাটহাজারী জোনাল অফিসে এই বিদ্যুৎ বিল প্রস্তুত হওয়ার বিষটিও পরিষ্কার হওয়া যায়।
জানা যায়,হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ ০৫নং ওয়ার্ডের একার আলী বাড়ী’র মোঃ জাহাঙ্গীর আলম এর ব্যবহৃিত বিদ্যুৎ মিটারটি গত ২৪মে হতে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।একমাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও মিটারে ৯০ইউনিটের ৪৩৮টাকার একটি বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়।
সংযোগ বিচ্ছিন্ন অব্যবহৃিত এই মিটারটি গত একমাস পর্যন্ত মিটার বোর্ডে আটকে আছে।প্রয়োজন না হওয়ায় ব্যবহার করা হয়নি মিটারটি।কিন্তু ব্যবহার না করেও কিভাবে ৯০ইউনিট ব্যবহার এর বিল প্রস্তুত হয় তা আমার জানা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম।
তিনি আরো বলেন, যারা ইউনিট লেখার জন্য আসেন তারা অনেক সময় মিটার না দেখেই আন্দাজ করে ইউনিট লিখে দেন।এমনটা আরো অনেকবার হয়েছে।যদি দেখে শুনে ভালোভাবে চেক করে ইউনিট লিখা হতো তাহলে সংযোগ বিচ্ছিন্ন মিটারে ৯০ইউনিট বিল কখনো লেখা হতো না।