প্রকাশ: ২০১৮-০৫-০৬ ১১:০৯:১৭ || আপডেট: ২০১৮-০৫-০৬ ১১:০৯:১৭
২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে। আজ রবিবার (৬ মে) সকালে গণভবনে সংবাদ সম্মেলনে পাসের হার সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় এ বছর ৭০ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর পাসের এ হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৯৫ জন। এ বছর গত বছরের থেকে ২ হাজার ৫২৪ জন শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। যা গত বছরের থেকে ৩ শতাংশ কম।