প্রকাশ: ২০১৮-০৪-২১ ০৬:৩৮:৫৪ || আপডেট: ২০১৮-০৪-২৪ ০৩:১৬:২৩
ক্কা’ পেয়েছে! যেমন ধরুন, টি-টোয়েন্টিতে এক ইনিংসে গেইল ন্যূনতম ১০ ছক্কা মারলেন এ নিয়ে ১৬বার। এই ‘ছক্কাবাজি’তে তাঁর ধারে-কাছেও কেউ নেই।
বাকিরা সর্বোচ্চ দুইবার এমন ‘ছক্কাবাজি’-র নজির গড়েছেন। ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল, এভিন লুইস ও দাশুন শানাকা এক ইনিংসে সর্বোচ্চ দুইবার ন্যূনতম ১০টি করে ছক্কা মেরেছেন। আইপিএলে ছক্কা মারার রেকর্ডেও গেইল শেষ কথা।
কাল রাতের ইনিংসের পর এই টুর্নামেন্টে গেইলের মোট ছক্কাসংখ্যা ২৮০। দ্বিতীয় রোহিত শর্মার (১৭৯ ছক্কা) চেয়ে গেইল এগিয়ে ১০১ ছক্কা ব্যবধানে! অথচ, বাউন্ডারি মারায় সেই গেইল-ই (৩০১) গৌতম গম্ভীর (৪৯২), শিখর ধাওয়ান (৪২৩) কিংবা বিরাট কোহলির (৪০১) চেয়ে অনেক পিছিয়ে।
গেইল আসলে ছক্কা মারতে ভালোবাসেন। সেই ভালোবাসা এতটাই যে ‘ইউনিভার্সাল বস’ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চসংখ্যক ছক্কা মারার রেকর্ডটা সবার ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত মোট ৩২৫ ম্যাচে ৮৩৪ ছক্কা। ভাবা যায়! বাকিরা তাঁর মতো এভাবে ভাবতে পারেননি বলেই বিশাল ব্যবধানে পিছিয়ে। ছক্কা হাঁকানোয় দ্বিতীয় কা