প্রকাশ: ২০১৯-০৮-০৯ ১৮:৫৩:৩১ || আপডেট: ২০১৯-০৮-০৯ ১৮:৫৩:৩১
ধর্মকে রক্ষা আর অন্যায়কে বিনাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়। তারই ধারাবাহিকতায় তাঁর বাণী প্রচার করতে আমাদেরকে সসনাতনী কৃষ্টি ধরে রাখতে কাজ করে যেতে হবে। হিংসা, বিদ্বেষ আর হানাহানি ভুলে ঐক্যের কাজে মনোনিবেশ করতে পারলেই মুক্তি সম্ভব।
আজ ৯ আগস্ট শুক্রবার সকালে এনায়েতপুর ব্রজধাম আশ্রমে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ ধলই ইউনিয়ন শাখার শুভ অভিষেক অনুষ্টানে বক্তরা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি সুবীর সরকারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চবি সংস্কৃত বিভাগের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেস্টা ড.শিপক নাথ।
আশীর্বাদক ছিলেন সংগঠনের প্রাক্তন উপদেস্টা শিক্ষকনেতা শিমুল মহাজন।মঙ্গলপ্রদীপ প্রজ্জলন করেন তান্ত্রিক দূর্গাপদ আচার্য্য।
হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজন অনুষ্টানের উদ্বোধন ঘোষনার পর পরিষদের কর্মকর্তাদের শপথ বাক্যের মাধ্যমে অভিষিক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অনুষ্টানের প্রধান বক্তা সাংবাদিক বাবলু দাশ।
বিধান বনিকের স্বাগত বক্তব্য ও ছোটন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা কল্যান পাল, সিঃ সহ- সভাপতি ডাঃ অসিম দাশ গুপ্ত, সহ- সভাপতি তপন পাল, কাজল চক্রবর্ত্তী, ডাঃ রনজিৎ দাশ, ছাত্রনেতা কারু কাঞ্চন আচার্য্য,উজ্জল দে, শ্যাম সুন্দর বৈষ্ণব,সুমন মিত্র, ছোটন দাশ,রুবেল আচার্য্য, জয় দে, জয় আচার্য্য প্রমূখ।