প্রকাশ: ২০১৯-০৭-২৭ ১৪:২৫:৪০ || আপডেট: ২০১৯-০৭-২৭ ১৪:৩৩:৫৯
বাজালিয়া সমিতি চট্টগ্রামের দ্বিবার্ষিক নির্বাচনে একে এম শামসুল আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আকতার কামাল চৌধুরী।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচনী কমিটির কমিশনার। নির্বাচনে ৩৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি একে এম শামসুল আলম পেয়েছেন ২০৮ ভোট। সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী পেয়েছেন ১৯৬ ভোট।
সিনিয়র সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাবু তুষার কান্তি বড়ুয়া( ১৮৭),সহ সভাপতি-১ মোহাম্মদ আসলাম ( ১৯২),সহ সভাপতি-২
নাসির উদ্দিন চৌধুরী মহসিন( ১৯০),যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শোয়েব আলী( ২১০ ),সহ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ( ১৯৬),অর্থ সম্পাদক
আবুল কাশেম ( ২০৬),সাংগঠনিক সম্পাদক
আবু তালেব চৌধুরী (১৯১),সহ সাংগঠনিক সম্পাদক
মো. মোরশেদ আলম (১৯৫),দপ্তর সম্পাদক
আব্দুল্লাহ আল নোমান( ১৯৫),সহ দপ্তর সম্পাদক
মো নাজিম উদ্দীন ( ২১০),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল ( ১৯৮),শিক্ষা ও সাহিত্য সম্পাদক
এরশাদ আলী চৌধুরী (২১০),প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান হিরু (২১০),সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো মোরশেদ (১৯৮),স্বাস্থ্য সম্পাদক
ডা. রায়হান ছিদ্দিকী (২২৪),সমাজ সেবা সম্পাদক
হাছনাইন চৌধুরী (১৯৮),আইন সম্পাদক এডভোকেট ওসমান গনি( ২০৯),তথ্য প্রযুক্তি সম্পাদক
অনুপ সেন (১৭৩),মহিলা সম্পাদক শিরিন আক্তার (২১১),সহ মহিলা সম্পাদক বিবি খাদিজা পিংকি (২০৫)।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, সালাউদ্দিন শাহরিয়ার,হেলাল উদ্দিন চৌধুরী, মোজাফফর চৌধুরী, রফিকুল ইসলাম, মোঃ হারুন উর রশিদ।