প্রকাশ: ২০১৯-০৫-২৬ ১২:৪৭:২৩ || আপডেট: ২০১৯-০৫-২৬ ১২:৪৭:২৩
কক্সবাজার জেলা কারাগারে ধারণক্ষমতা ৫৩০ জনের। কলাতলী বাইপাসে পাহাড়ঘেরা ১২ একর আয়তনের কারাগারটিতে ৪৯৬ পুরুষ এবং ৩৪ জন নারী বন্দি থাকার কথা। কিন্তু চলতি বছরের শুরু থেকে এ কারাগারে গড়ে বন্দি থাকছেন ৪ হাজারের বেশি। এতে একজনের জায়গায় রাত্রী যাপন করছেন ৮ জন বন্দি।
এটি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। তাই জামিনযোগ্য মামলাগুলোতে জামিন কিংবা নিষ্পত্তিমূলক মামলা দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. বজলুর রশিদ আখন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০১ সালে উদ্বোধন হওয়া ১২ দশমিক ৮৬ একর আয়তনের কারাগারের অভ্যন্তরের পরিমাণ ৮ দশমিক ০৯ একর আর বাইরের পরিমাণ ৪ দশমিক ৭৭ একর। এটির ধারণক্ষমতা ৫৩০ জন। কিন্তু চলতি বছরের শুরু থেকে কারাগারে গড়ে বন্দি থাকছে ৪ হাজারের অধিক। প্রতিদিনই আসছে নতুন নতুন বন্দি। রয়েছে ভারতীয় ৪ নারী-পুরুষসহ মিয়ানমারে ২৪৩ জন নাগরিক। এদের মাঝে ৫ জনের সাজার মেয়াদ শেষ হয়েছে।
সূত্র: জাগোনিউজ।