শামীম রেজা, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের চারপাশে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার হল প্রাঙ্গণে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফলক উন্মোচন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমান প্রমুখ। পরে উপাচার্যসহ অতিথিবৃন্দ সেখানে কয়েকটি গাছের চারা রোপণ করেন। চলতি বৃক্ষরোপণ মৌসুমে হল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের প্রায় পাঁচশত চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।
One Reply to “রাবির হবিবুর হলে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম শুরু”