প্রকাশ: ২০১৮-০৭-১৩ ১৭:৩৩:৩৬ || আপডেট: ২০১৮-০৭-১৩ ১৭:৩৩:৩৬
চট্টগ্রামের সীতাকুণ্ড ও চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯৭ বোতল ফেনসিডিল ও এক কেজি ১০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড থেকে গ্রেফতারকৃতরা হলেন মো. নজরুল (৪৫) ও মো. রশিদ (২৮)। চকবাজার থেকে মুন্নি আক্তার (২৮) ও মো. সোহাগকে (৩০) গ্রেফতার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি ট্রাক থেকে ৪৯৭ বোতল ফেনসিডিল জব্দ এবং দুজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে চকবাজারের চক সুপার মার্কেট থেকে দুইজনকে এক কেজি ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় সীতাকু- ও চকবাজার থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।